logo

১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা।

মধুসূদন দত্তঃ গত কাল ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন দেশের মুখ্য নির্বাচনী কমিশনার রাজিব কুমার। তিনি সাংবাদিক বৈঠক করে জানান- আজ থেকে শুরু নির্বাচন আচরণ বিধি। মোট ৫৪৩ আসনে ৭ দফা ভোট হবে। প্রথম দফা ১৯ এপ্রিল। দ্বিতীয় দফা ২৬ এপ্রিল। তৃতীয় দফা ৭ মে। চতুর্থ দফা ১৩ মে। পঞ্চম দফা ২০ মে। ষষ্ঠ দফা ২৫ মে। সপ্তম দফা ১ জুন‌। ৪ জুন ভোট গননা। দেশে মোট ভোটারের সংখ্যা ৯৬ কোটি। যার মধ্যে মহিলা ভোটার প্রায় ৪৭ কোটি। পুরুষ ভোটার প্রায় ৪৯ কোটি। ৮৫ বছরের উর্ধে ভোটার সংখ্যা প্রায় ৮২ লক্ষ। এবছর প্রথম ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা ১ কোটি ৮২ লক্ষ। ৫৫ লক্ষ ইভিএম - এ ভোট হবে। ১০.৫ লক্ষ ভোট কেন্দ্রে ভোট হবে। ১.৫ কোটি পোলিং অফিসার ।

রাজিব কুমার সাংবাদিক বৈঠক আরও জানান যে, ভোট চলাকালীন কোথাও কোন অভিযোগ থাকলে কড়া পদক্ষেপ নেওয়া হবে। সমস্ত বুথে পর্যাপ্ত আলো, জল ও টয়লেটের ব্যাবস্থা থাকবে। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা টয়লেট থাকবে। বিশেষ ভাবে সক্ষমদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। প্রতি বুথে ১টি হুইল চেয়ারের ব্যাবস্থা থাকবে। বুথে হেল্প ডেক্স থাকবে। ১জন ভোটদাতাও যেন ভোট দেওয়া থেকে বিরত না থাকে তারজন্য বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন। ভোটের আগে-পরে কোন রকম হিংসা বরদাস্ত করা হবে না। সন্ত্রাস মোকাবিলায় প্রতি জেলায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম খোলা থাকবে। কোথাও কোন অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। ভোটে কোন অর্থের অপব্যবহার বরদাস্ত করা হবে না। ভোটের কাজে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী ব্যবহার করা যাবে না। এই সময় যেকোনো উৎসাহ ভাতা ও উপহার ১০০ শাতাংশ বন্ধ থাকবে। সন্ত্রাস মুক্ত ভোট করতে ডিএম ও এসপিদের যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার খাতিরে রেল, বিমান ও যান চলাচলে করা নজরদারির দেওয়ার কথা বলেছেন। জনসাধারণের সোশাল মিডিয়া সমালোচনার অধিকার রয়েছে। ভুয়ো খবর, প্ররোচনা ও উস্কানি থেকে বিরত থাকতে বলা হয়েছে। টেলিভিশন ও সোশাল মিডিয়ায় নজরদারি রাখার কথা বলেছেন।

এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গে কবে কোথায় ভোট হবেঃ
#১৯ এপ্রিল প্রথম দফাঃ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি।
#২৬ এপ্রিল দ্বিতীয় দফাঃ রায়গঞ্জ, বালুরঘাট, দার্জিলিং।
#৭ মে তৃতীয় দফাঃ মালদা উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, জঙ্গিপুর।
#১৩ মে চতুর্থ দফাঃ বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান- দুর্গাপুর, আসানসোল।
#২০ মে পঞ্চম দফাঃ শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ।
#২৫ মে ষষ্ঠ দফাঃ পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর।
#১ জুন সপ্তম দফাঃ উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসত, মথুরাপুর, ডায়মন্ড হারবার, দমদম।

0
17 views