logo

অবৈধভাবে গাছ কেটে বিক্রির চেষ্টা বর্ধমান শহরের ১৫ নং ওয়ার্ডে

ছোটবেলায় গুরুজনেরা বলতেন একটি গাছ একটি প্রাণ | কিন্তু সেই উক্তি বর্তমান যুগে সমাজবিরোধীদের তান্ডবে বড়ই বেমানান | ঘটনা হচ্ছে বর্ধমান শহরের ১৫ নং ওয়ার্ডে একটি ৭০ বছরের পুরোনো অশত্থ বৃক্ষ কাটা হচ্ছিলো অবৈধ্যভাবে | উক্ত ওয়ার্ডের ছোটনীলপুর ঠাকুরপল্লী এলাকার একটি ক্লাবের বেশ কিছু সদস্য দাঁড়িয়ে থেকে এই গাছটি কাটাচ্ছিল | শোনা যায় সেইসব সমাজবিরোধী ছেলেরা নাকি ১৫ নং ওয়ার্ডের পৌরপিতা নিমাই মজুমদারের ঘনিষ্ট | গাছটি কাটার সময় উক্ত ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দীপ চ্যাটার্জী সেইসব দুষ্কৃতীদের বাধা দেন এবং ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে সরাসরি দেখাতে থাকেন এবং বনদপ্তরের জানিয়ে লিখিত অভিযোগও দায়ের করেন | আর তাতেই বেজায় ক্ষুব্দ হয়ে যায় উক্ত ক্লাবের এক সদস্য এবং সম্ভবত গাছকাটার মূল পান্ডা তথা স্থানীয় পৌরপিতা নিমাই মুজমদারের ডান হাত বলে এলাকায় পরিচিত তাপস দাস | তিনি যুব সভাপতি দীপ চ্যাটার্জিকে প্রাণে মারার হুমকি দেন এবং গলা টিপে ধরেন বলে অভিযোগ | ঘটনা বেগতিক দেখে পৌরপিতা নিমাইবাবু বলেন এই বিষয়ে তার কিছুই জানা নেই , তিনি কাউকে গাছ কাটতেও বলেননি ! বনদপ্তরের অফিসাররা এসে গাছকাটাটি বন্ধ করে দেন এবং কিছু মালপত্র আটক করে নিয়ে যান | সাধারণ মানুষজন দীপবাবুর এই সমাজসেবামূলক কাজে ভীষণ খুশি কিন্তু অনেকেই বলেন দুষ্কৃতীদের ভয়ে তারা কিছুই বলতে পারেননা | ওয়ার্ডের মানুষ এও অভিযোগ করেন এইসব সমাজবিরোধীরা সকলেই ওয়ার্ডের পৌরপিতার সঙ্গে তৃণমূল কংগ্রেস করেন| অন্যদিকে রাজনৈতিক বিরোধী দলের এক নেতা বলেন এইটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল ! পৌরপিতার দলবল ওয়ার্ডে গাছকাটা , বিদ্যালয় ভাঙা , পুকুর বোজানো এইসব নোংরা কাজ করে বেড়ায় |

7
2134 views