logo

অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্দোগে সকল ড্রাইভারদের একত্রিত করার উদ্দেশ্য অনুষ্ঠিত হলো বিশাল সভা।

অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্দোগে সকল ড্রাইভারদের একত্রিত করার উদ্দেশ্য অনুষ্ঠিত হলো বিশাল সভা।

রবিবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের চকসাপুর সংলগ্ন এলাকায় অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো একটি বিশাল সভা। এদিন এই সভা থেকেই মুর্শিদাবাদ জেলা প্রেসিডেন্ট পদে নিযুক্ত পদাধিকারী রনজয় কুমার দাস কে মানপত্র প্রদান ও সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি সমস্ত জেলা প্রেসিডেন্টের সংবর্ধনা দেওয়া হয়। এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আজহার মন্ডল, রাজ্যর সহ-সভাপতি সাগর সেন, ঝাড়খণ্ডের রাজ্য সভাপতি আফতার সিং, মুর্শিদাবাদ জেলা নবনিযুক্ত সভাপতি রনজয় কুমার দাস সহ সকল জেলা সভাপতি, ব্লক সভাপতি ও কয়েকশ ড্রাইভার ও সদস্যরা। এদিন এই সভায় বক্তব্য রাখতে গিয়ে ড্রাইভাইদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরার পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধনা করেন। মূলত ২৯ দফা দাবি নিয়ে এই আন্দোলন, ২৯ দফার মধ্যে মূলত বেশ কয়েকটি দাবি হচ্ছে ড্রাইভার দিবস পালন , ড্রাইভারদের জীবন বীমা সহ ওয়েলফার বোর্ডের সকল দাবি। আগামী দিনে তাদের দাবি-দাওয়া সরকার পক্ষ না মানলে বৃহতর আন্দোলনে যাওয়ার জন্যই গুটি গুটি করে গোটা দেশ,রাজ্য, জেলা সহ ব্লক স্তরে সংগঠনের কাজ বিস্তার করছেন। একজন বক্তা বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্য কিংবা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প রয়েছে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য, কিন্তু ড্রাইভারদের জন্য এখন অব্দি, তেমন কিছু ভাবেনি কোন সরকারি, আমাদের লাইসেন্স ৬০ বছর তারপর আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের পরিবারের ভবিষ্যৎ কি হবে, তা ভেবেই আমাদের এই আন্দোলন।

6
1108 views
1 comment