logo

বরাত

বরাত
বিদ্যুৎ দাস
স্বপ্নের উঠোন জুড়ে শব্দের ভিড়
আনাগোনা তপশ্চর্যা
তাই তো জন্ম নেয় হাজারও চটুলতা-
বিকলাঙ্গ শব্দ কল্প দ্রুম--
কানাচ-কানাচ কড়ার স্রোত !
চাইনা বিজ্ঞাপন আর
পেশিতন্তুর গুনাগুন,
নির্বিকল্প হোক নিরন্নর মুখে-
একমুঠো অন্ন আর নুন!

1
9284 views