logo

মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লো এক পরীক্ষার্থী। ঘটনাটি সোমবার ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে। জানা যায়

মাধ্যমিকের তৃতীয় পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়লো এক পরীক্ষার্থী।

ঘটনাটি সোমবার ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে। জানা যায় ওই অসুস্থ পরীক্ষার্থীর নাম নূর শাহেবা তার বাড়ি শামশেরগঞ্জের মহেস্যাথলি গ্রামে। লস্করপুর বালিয়াঘাটি হাই স্কুলের ছাত্রী। স্কুল বোর্ডের মাধ্যমিকের তৃতীয় দিনের ইতিহাস পরীক্ষা চলাকালী ন প্রায় 30 মিনিট মতো পরীক্ষা দেওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী। তাকে তড়িঘড়ি স্কুলের তরফ থেকে হাসপাতালে নিয়ে আসা হয় অনুপনগর ব্লক স্বাস্থকেন্দ্রে ইতিমধ্যেই ভর্তি করা হয়েছে, স্কুলের তরফ থেকে পরীক্ষা দেওয়া সহ সব রকম ব্যবস্থার বন্দোবস্ত করা হচ্ছে।

4
740 views