logo

কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চাবি লাগিয়ে বিক্ষোভ দেখায় BJP-র পঞ্চায়েত সদস্যরা,

বিজেপি সদস্যদের দাবী বিভিন্ন প্রকল্পের থেকে বঞ্চিত এবং নির্ধারিত অর্থ থেকেও কম টাকা দেওয়ার অভিযোগে অঞ্চল অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায় তারা।বিরোধীদের না জানিয়ে বিভিন্ন টেন্ডার হচ্ছে এবং কাজগপত্র দিচ্ছে না তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধান ।আর তাই বিজেপি পঞ্চায়েত সদস্যরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চাবি লাগিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বসে বিক্ষোভ দেখালেন।

5
2238 views