logo

Baruipur Kali Bari

বারুইপুর কালী বাড়ি - মা জগত্তারিণী মন্দির, বারুইপুরবাসীদের কাছে এখন যথেষ্ট পরিচিত। প্রতি অমাবস্যায় প্রচুর ভক্ত সমাগম হয়। অমাবস্যার বিশেষ পুজোর পর অন্নভোগ বিতরণ করা হয়। অনেক দূরদূরান্ত থেকে ভক্তবৃন্দ এখানে আসেন। ভক্তদের কথা থেকে জানা যায়, এখানে মা কালী জগত্তারিণী রূপে পূজিতা হন । ভক্তিসহকারে মায়ের আশীর্বাদ চাইলে ভক্তদের মনোস্কামনা পূরণ হয়।
মন্দির কর্তৃপক্ষ জানান, আগামী ২২/০১/২০২৪ তারিখে মায়ের মন্দিরে বিশেষ পুজোর মাধ্যমে নারায়ণের প্রাণ প্রতিষ্ঠা হবে। নেপালের গণ্ডকী নদীর পাড় থেকে প্রাপ্ত বিষ্ণু চক্র নারায়ণ শিলা হুগলী জনাই গ্রামের এক ব্রাহ্মণ পরিবার বংশজাত এক ভক্ত মন্দিরে মায়ের সেবকের হাতে সমর্পন করবেন।
বারুইপুরবাসী স্থানীয় বৃদ্ধ বৃদ্ধাদের কাছে এই মন্দির সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা শোনা যায়। তবে গভীর রাতের দিকে জগত্তারিণী মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই চন্দনের সুগন্ধ পান যদিও সারা বারুইপুরে কোথাও কোনো চন্দন গাছ নেই। মানুষের বিশ্বাস অনুযায়ী, মা জগত্তারিণী চন্দন ভালোবাসেন এবং মা গভীর রাত্তিরে গর্ভগৃহ ছেড়ে বাইরে আসেন এবং তখনই ওই চন্দনের সুগন্ধ পাওয়া যায়।
মন্দির ভবনের বাঁ দিকের ছোট্ট ফাঁকা চত্বরে অনেক অলৌকিক কিছু প্রায়শই পাওয়া যায়। মন্দিরের প্রধান পুরোহিতের পরামর্শ মতো মন্দির ভবনের বাঁ দিকের ছোট্ট ফাঁকা চত্বর জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

0
0 views