ব্যতিক্রমী প্রবন্ধ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন
'প' অক্ষর দিয়ে প্রতিটা শব্দ! ব্যতিক্রমী প্রবন্ধ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন মুর্শিদাবাদ জেলার ফরাক্কার শিক্ষক সঞ্জয় দাস।
আমিরুল ইসলাম, মালদা : প' অক্ষর দিয়ে প্রতিটা শব্দ লিখে ব্যতিক্রমী প্রবন্ধ লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুললেন ফরাক্কার শিক্ষক সঞ্জয় দাস। গত ১ লা জুন ২০২৩ তারিখে আসামের শিলচর থেকে প্রকাশিত 'গতি' পত্রিকায় 'প্রজা-প্রজেশ্বর পরিকথা' শীর্ষক একটি প্রবন্ধ প্রকাশিত হয়। প্রবন্ধটি লিখেছেন ফরাক্কা ব্লকের আমতলা হাইস্কুলের বাংলার শিক্ষক সঞ্জয় কুমার দাস। প্রবন্ধটি রচিত হয়েছে ৩৭১ টি শব্দ সহযোগে। প্রতিটি শব্দ শুরু হয়েছে 'প' বর্ণ দিয়ে। সর্বাধিক 'প' আদ্যক্ষর যুক্ত শব্দ ব্যবহার করে ব্যতিক্রমী প্রবন্ধ লেখার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠেছে মুর্শিদাবাদ জেলার ফরাক্কার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের কুলিগ্রামের ভূমিপুত্র সঞ্জয় কুমার দাসের। ফরাক্কার শিক্ষকের ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম উঠায় খুশি শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ফরাক্কাবাসি।