logo

মোটর বাইক না পেয়ে আত্মহত্যা করল এক নাবালক |

আমিরুল ইসলাম, রতুয়া, মালদা, পশ্চিমবঙ্গ : মোটর বাইক না পেয়ে মহারাজপুর এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল বছর ১৭ এক নাবালক। পুখুরিয়া থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জানাগেছে মৃত নাবালকের নাম চিরঞ্জিত সরকার। পুখুরিয়া থানার মহারাজপুর এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানাগেছে, দিন কয়েক ধরে মোটরবাইক কেনার জন্য পরিবারের কাছে আবদার রেখেছিল এই নাবালক। মোটরবাইক বাবা কমল সরকার যাতে কিনে দেয় সেই আবদারই চলছিল নাবালকের।বেশ কয়েকবার মোটর বাইকের জন্যই আত্মহত্যার চেষ্টা করে বলেই জানা যাচ্ছে। শেষমেষ মঙ্গলবার রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা করে। রাতেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এরপর পুলিশ দেহ হেফাজত নেই এবং বুধবার ময়নাতদন্তে পাঠায়। ঘটনাই শোকাহত পরিবার।

7
769 views