logo

বাংলা বিহার সীমান্তে ৩৮ টি গরু সহ গ্রেপ্তার দুই পাচারকারী।

ফের বাংলা বিহার সীমান্তে ৩৮ টি গরু সহ গ্রেপ্তার দুই পাচারকারী।ধৃতের নাম কিতাব আলী(৪৩) ও অজয় দাস(২৫) দুই জনেই উত্তর দিনাজপুরের ডাল খোলার বাসিন্দা বলে জানা যায়। পুলিশের নজরদারিতে রুখল ফের গুরু পাচার। জানা গেছে প্রতিদিন মত নাগাচেকিনের সময় বাংলা বিহার সীমান্তের চক্কর মারি সংলগ্ন এলাকায় থেকে একটি ট্রাক কে থামিয়ে তল্লাশি করলে ৩৮ টি গরু উদ্ধার করা হয়।তবে গরুর কোন বৈধ নথি পত্র দেখাতে না পারলে গরু গুলোকে খুয়ারে দেওয়া হয়।ধৃত দের আজ শিলিগুড়ি আদালতে পাঠানো হয়েছে।তবে ধৃতদের ৭ দিন রিমান্ডের আর্জি জানিয়েছে খড়ি বাড়ি থানার পুলিশ।

2
1066 views