logo

অ্যাওয়ার্ড প্রদান করা হলো হযরত মওলানা আতাউর রহমান মাজার সাহেব কে

আজ বদরপুরে অত্যন্ত ভাবগাম্ভীর্য, ধর্মীয় পবিত্রতা ও ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে অনুষ্ঠিত হলো পবিত্র খতমে বোখারী শরীফ। উত্তর-পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও ঐতিহাসিক এই ইসলামিক সমাবেশে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে পুরো পরিবেশটি ঈমানী আবহে মুখরিত হয়ে ওঠে।

এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের সর্বভারতীয় কমিটির কার্যকরি প্রেসিডেন্ট, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও অভিজ্ঞ সমাজনেতা হযরত মাওলানা আনিসুর রহমান কাসেমী সাহেব। তাঁর মূল্যবান উপস্থিতি ও দিকনির্দেশনামূলক বক্তব্য পুরো অনুষ্ঠানের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিরে শরীয়ত, শায়খুল মাশায়েখ, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ ইসলামী বিদগ্ধ পণ্ডিত হযরত মাওলানা ইউসুফ আলী দামাত বারকাতুহু। তাঁর প্রজ্ঞা, দীর্ঘ অভিজ্ঞতা ও আত্মিক ব্যক্তিত্বে সমাবেশটি আরও গাম্ভীর্যপূর্ণ ও প্রভাবশালী হয়ে ওঠে।

পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও প্রাঞ্জলভাবে পরিচালনা করেন উত্তর-পূর্ব ভারতের শারিয়াহ বিষয়ক মহাসচিব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা ও চিন্তাবিদ হযরত মাওলানা আতাউর রহমান মাযহারভূইয়া সাহেব। তাঁর সুদক্ষ পরিচালনা ও ভারসাম্যপূর্ণ উপস্থাপনায় অনুষ্ঠানের প্রতিটি পর্ব অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন বদরপুর টাইটেল মাদ্রাসার প্রাক্তন প্রিন্সিপাল, সম্মানিত আলেমে দ্বীন এবং খতমে বোখারী শরীফ অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির কার্যকরী সভাপতি হযরত মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী সাহেব। পাশাপাশি অনুষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করেন উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ ইসলামিক সম্মেলনের অভ্যর্থনা কমিটির সম্পাদক, উদ্যমী সংগঠক হযরত মাওলানা ওসামা মাবরুর চৌধুরী সাহেব।

অনুষ্ঠানে উপস্থিত সকল বিশিষ্ট আলেমে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিত্বদেরকে অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। প্রত্যেককে সম্মানসূচক সংবর্ধনা পত্র ও সাল প্রদান করে তাঁদের মর্যাদাপূর্ণ অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী বক্তা, দৈনিক নেদায়ে দীন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হযরত মাওলানা আতাউর রহমান মাযহারভূইয়া সাহেব-কে “Dynamic Community Leader of North East India Award”-এ ভূষিত করা হয়। এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডটি তাঁর হাতে তুলে দেন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের সর্বভারতীয় কমিটির অ্যাক্টিং প্রেসিডেন্ট, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট চিন্তাবিদ হযরত মাওলানা আনিসুর রহমান কাসেমী সাহেব।

সংবর্ধনা অনুষ্ঠানটি সুচারুরূপে পরিচালনা করেন খতমে বোখারী শরীফ অনুষ্ঠানের অভ্যর্থনা কমিটির যোগ্য সম্পাদক, উত্তর-পূর্ব ভারতের প্রথম আমিরে শরীয়তের সুযোগ্য পুত্র এবং জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার দায়িত্বশীল পদাধিকারী হযরত মাওলানা ওসামা মাবুদ চৌধুরী সাহেব।

এছাড়াও অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল, ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে আমাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানানো হয়। এই সম্মানিত ও গুরুত্বপূর্ণ মঞ্চে দেশবরেণ্য আলেমে কেরাম ও মনীষীদের সংবর্ধনা প্রদানের সুযোগ পাওয়াকে আমি ত্রিপুরা ইউনিটের জন্য এক অনন্য সাফল্য ও পরম সৌভাগ্য হিসেবে মনে করি।

আল্লাহ তায়আলা এই মহতী অনুষ্ঠানকে কবুল করুন এবং আমাদের সবাইকে দ্বীনের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।

#খতমে_বোখারী_শরীফ
#Badarpur
#AllIndiaMilliCouncil
#TripuraUnit
#IslamicConference
#UlamaeKiram
#NorthEastIndia
#CommunityLeadership
#IslamicScholars
#DinKiKhidmat

চাইলে আমি এটাকে আরও সংক্ষিপ্ত ভার্সন, প্রেস নোট স্টাইল, অথবা পোস্টার ক্যাপশন ফরম্যাটেও সাজিয়ে দিতে পারি।

0
40 views