logo

বেলদার বাখরাবাদে লরির চাকার নীচে পিষ্ট ম/র্মা/ন্তিক মৃ/ত্যু হলো এক ব্যক্তির!

বেলদার বাখরাবাদে লরির চাকার নীচে পিষ্ট ম/র্মা/ন্তিক মৃ/ত্যু হলো এক ব্যক্তির!
বেলদার বাখরাবাদে স্কুটি নিয়ে জাতীয় সড়ক পারাপার করবার সময় লরির চাকার নীচে পিষ্ট ম/র্মা/ন্তিক মৃ/ত্যু হলো এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার বাখরাবাদ এলাকায় জানা গিয়েছে এদিন স্কুটি গাড়িতে করে এক ব্যক্তি রাস্তা পারাপার করবার সময় বেলদা গামী এক লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও বেলদা ট্রাফিক বিভাগ। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম ধরম সিং বাড়ি কেশিয়াড়ি থানার মুড়াকাটা গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন স্কুটিতে করে ওই ব্যাক্তি রাস্তা পার হওয়ার সময় বেলদা গামী একটি লরির চাকার নিচে ঢুকে গিয়ে চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃ/ত্যু হয় তাঁর। দুর্ঘটনার পর মৃ/ত ওই ব্যক্তির দেহ উদ্ধার করে বেলদা থানার পুলিশ। একই সাথে আটক করা হয় লরিটিকে সেই সঙ্গে উদ্ধার করা হয় দুর্ঘটনা গ্রস্থ স্কুটি গাড়িটিকে।

1
24 views