মঙ্গলবার বিকেলে বেনারসের ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিয়ে করেছেন খড়গপুরের বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার বিকেলে বেনারসের ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে দ্বিতীয়বার বিয়ে করেছেন খড়গপুরের বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। লাল বেনারসিতে তাঁর নতুন স্ত্রী মডেল ঋতিকা গিরি—সিঁদুর দান ও মঙ্গলসূত্র পরানোর ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র চর্চা। কারণ, হিরণের ডিভোর্স কবে হল—এই প্রশ্নই সবার আগে উঠেছে।
হিরণের স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় স্পষ্ট দাবি করেছেন, তাঁদের ডিভোর্স হয়নি, এমনকি আইনি প্রক্রিয়াও শুরু হয়নি। ২০০০ সালের ১১ ডিসেম্বর তাঁদের বিয়ে হয়েছিল এবং সম্প্রতি ২৫ বছর পূর্ণ হয়েছে বলেও জানান তিনি। অনিন্দিতার আরও দাবি, ঋতিকা তাঁদের মেয়ে নিয়াসার (১৯) থেকে বয়সে মাত্র দু’বছরের বড়।
বয়সের হিসেব অনুযায়ী, হিরণের বয়স বর্তমানে প্রায় ৪৯, ফলে ঋতিকার সঙ্গে বয়সের ফারাক প্রায় ২৮ বছর। এই পরিস্থিতিতে আইনি জটিলতার সম্ভাবনার কথাও উঠে আসছে। যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত হিরণের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ব্যক্তিগত জীবন ঘিরে এই বিতর্ক এখন নেটপাড়ায় তুঙ্গে।