logo

ঝাড়গ্রামে হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় ম/র্মা?ন্তিক মৃ/-ত্যু হুলা পার্টির সদস্যের!

ঝাড়গ্রামে হাতি তাড়াতে গিয়ে হাতির হানায় ম/র্মা?ন্তিক মৃ/-ত্যু হুলা পার্টির সদস্যের!
হাতির হানায় ম/র্মা?ন্তিক মৃ/-ত্যু হুলা পার্টির সদস্যের। আবারও হাতির হানায় মৃত্যু। এবার সাধারণ মানুষ নয়, হাতির হানায় মৃত্যু হল হুলা পার্টির এক সদস্যের। হাতিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সময় হাতির আক্রমণে মৃত্যু হয় তার। এমন ঘটনায় একাধিক প্রশ্ন সামনে এসেছে। চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মাস খানেক আগে হাতির হানায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে মৃত্যু হয়েছিল দু’জনের। তবে এবার অভিযানের সময় হাতির আক্রমণে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন হুলা পার্টির এক সদস্য।
তাদের পেশাগত প্রশিক্ষণ, তাদের নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন সামনে এসেছে। বন দফতর সূত্রে খবর, খড়গপুর বন বিভাগের অধীন ঝাড়গ্রাম জেলার ঝটিয়ার জঙ্গলে থাকায় প্রায় ১৬-১৭ হাতির একটি দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বনকর্মীরা। দক্ষতার সঙ্গে সেই হাতি গুলোকে অন্যত্র সরানোর চেষ্টা করে বন কর্মীদের সঙ্গে থাকা হুলা পার্টির সদস্যরা। জানা গিয়েছে, সামনের দিকে লোক অতি উৎসাহে চিৎকার করার কারণে হুলা পার্টির দিকে ফের তেড়ে আসে হাতির দল। তখন এক হুলা পার্টির সদস্যের উপর আক্রমণ করে। হাতির আক্রমণে গুরুতর জখম হয় ওই হুলা সদস্য। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মৃতের নাম অজিত মাহাতো (৪০)। ঝাড়গ্রামের বালিভাষার বাসিন্দা বলে জানা গিয়েছে।
বনদফতর সূত্রে খবর, খড়গপুর বন বিভাগের অন্তর্গত ঝটিয়ার জঙ্গলে ১৬ থেকে ১৭টি হাতির একটি দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হাতি ড্রাইভ অভিযান চালান হচ্ছিল। সেই সময় হঠাৎই একটি হাতি আক্রমণাত্মক হয়ে ওঠে। আচমকা ঘটে যাওয়া এই আক্রমণে গুরুতর আহত হন হুলা পার্টির সদস্য অজিত মাহাতো। ঘটনাস্থলে উপস্থিত অন্য সদস্যরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হতে পারেননি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।

0
57 views