logo

লোকসান জলঢাকা নদীতে রবিবার পিকনিকপ্রেমীদের উপচে পড়া ভিড়

রবিবার ছুটির দিনে লোকসান জলঢাকা নদীর তীরে উপচে পড়ল পিকনিকপ্রেমী ও পর্যটকদের ভিড়। শীতের আমেজে পাহাড়ঘেরা এই অঞ্চলের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য মানুষকে টেনে আনছে বারবার। স্বচ্ছ নদীর জল, আশপাশের সবুজ পাহাড় ও দূরে ঝরনার কলকল শব্দ মিলিয়ে এক অপূর্ব নৈসর্গিক পরিবেশ উপভোগ করেন আগতরা।

জলঢাকা নদীর তীরে পরিবার ও বন্ধুদের সঙ্গে দিনভর আনন্দে মেতে ওঠেন পিকনিকপ্রেমীরা। কেউ ব্যস্ত রান্নাবান্নায়, কেউ বা ছবি তোলায়, আবার অনেকে নদীর ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। শিশুদের হাসি-আনন্দে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। পর্যটকদের মতে, শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য লোকসান জলঢাকা নদী একটি আদর্শ স্থান।

তবে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিয়ে সচেতন থাকার বার্তাও দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। পর্যটকদের অনুরোধ করা হচ্ছে, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে প্লাস্টিক ও আবর্জনা যেখানে-সেখানে না ফেলতে। সব মিলিয়ে রবিবারের লোকসান জলঢাকা নদী পরিণত হয় এক আনন্দঘন পর্যটন কেন্দ্রে।

1
46 views