logo

ভাঙল ঠাকরে দুর্গ, মুম্বইয়ে পুরসভা নির্বাচনে ফুটল পদ্ম। দেশের সবথেকে ধনী পুরসভা, বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি-শিবসেনার মহাযুতি।

ভাঙল ঠাকরে দুর্গ, মুম্বইয়ে পুরসভা নির্বাচনে ফুটল পদ্ম। দেশের সবথেকে ধনী পুরসভা, বৃহন্মুম্বই পুরসভা নির্বাচনে জয়ের পথে বিজেপি-শিবসেনার মহাযুতি। শেষ আপডেট অনুযায়ী, ২২৭টি আসনে এখন বিজেপি শাসিত জোট ১১৬টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। বিজেপি একা ৮৮টি আসনে এগিয়ে রয়েছে, শিবসেনা ২৮টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে। অন্যদিকে, আরও বড় এক চমক রয়েছে। মুম্বই পুরসভার নির্বাচনে একটি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বাঙালি কন্যা।

0
0 views