logo

দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের তলাতেই বসবাস করেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। এবার নাকি পঞ্চমবার বাবা হতে চলেছেন আরমান!

দুই স্ত্রীকে নিয়ে এক ছাদের তলাতেই বসবাস করেন জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। এবার নাকি পঞ্চমবার বাবা হতে চলেছেন আরমান! তৃতীয়বার অন্তঃসত্ত্বা তাঁর প্রথম স্ত্রী পায়েল।নিজের জীবনের এক সুন্দর পর্যায় উপভোগ করছেন পায়েল। কোনওরকম আইভিএফ নয় বা চিকিৎসা বিজ্ঞানের কেরামতি নয়, প্রাকৃতিকভাবেই এবার অন্তঃসত্ত্বা পায়েল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বেবি বাম্পের মিষ্টি ছবি।এবার খোলা স্ফীতোদরে আঁকিবুঁকি এঁকে মিষ্টি ফটোশ্যুট সারলেন পায়েল। এই ফটোশুটের সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল পায়েলের ‘বেবি বাম্প’। তিনি তাঁর পেটে আঁকিবুঁকি করেছেন। আজকাল স্ফীতোদরে পেন্ট করা নতুন ট্রেন্ড। মাস কয়েক আগে স্ফীতোদরে জগন্নাথ দেবের মূর্তি এঁকে সমালোচিত হয়েছিলেন বাংলার এক সোশ্য়াল মিডিয়া ইনফ্লুয়েসার। দুর্ভাগ্য়বশত নিজের সন্তানকে হারান সোহিনী। পায়েল অবশ্য় কোনওরকম ধর্মীয় ছবি নয়, বেবি বাম্পে স্মাইলি এঁকেছেন।
ছবিতে আরমান মালিককে অত্যন্ত যত্নশীল অবস্থায় পায়েলের সঙ্গে পোজ দিতে দেখা গেছে। দম্পতির এই মিষ্টি মুহূর্তগুলো তাঁদের আসন্ন সন্তানের আগমনের আনন্দকে ফুটিয়ে তুলেছে। পলিগামী বা বহুগামিতাকে প্রোমোট করার জন্য বারবার নেটিজেনদের রোষানলে পড়েছেন পায়েল-কৃতিকা-আরমান। তবে বিতর্ক নিয়ে বিশেষ ভাবিত নন তাঁরা।

0
66 views