logo

" বিষ ও বিষময় "

"বিষ ও বিষময়"

কলমে: আসফাক আলি খান ( লালটু)

বিষ মৃত্যুর জন্য সামান্যই।
কোনো নাটক লাগে না,
কোনো ব্যাখ্যা নয়।
এক ফোঁটা—
আর সব চুপ।
মৃত্যু অপেক্ষা করেনা,
সে তর্ক করেনা,
সে ব্যাখ্যা চায় না।

কিন্তু বাঁচতে হলে
পান করতে হয় এক সমুদ্র।
প্রতিদিন,
নীরবে।
অশ্রু,স্মৃতি, স্বপ্ন ,অপমান
আর নিঃশব্দ সাহসের সমুদ্র ।

বাঁচা মানে শুধু শ্বাস নেওয়া নয়।
বাঁচা মানে
কিছু কথা না বলা,
কিছু প্রশ্ন,অপমান, গিলে ফেলা,
কিছু স্বপ্নকে জল ভেবে পান করা
যদিও সেগুলো স্বাদহীন।

জীবন এক দীর্ঘ পিপাসা ।
এখানে ভালোবাসা কয়েক ফোঁটা
আর সহনশীলতা এক নদী।
এখানে আশা শিশিরের মতো
আর দায়িত্ব পাহাড়ের মতো ।

সে এক চুমুক করে দেয় আনন্দ,
আর পুরো পাত্র ভরে দেয় সহনশীলতা।
সে বলে—
“আরেকটু পারো।”
এই ‘আরেকটু’-তেই মানুষ ক্ষয় হয়।

আমরা জানি
মৃত্যু কত সহজ।
তবুও আমরা
জটিল পথটাই বেছে নিই।
কারণ কোথাও,
অতি ক্ষুদ্র কোনো কারণে,
আমাদের এখনও দরকার।

বিষ একবারেই শেষ করে।
জল ধীরে ধীরে গড়ে তোলে—
এই ধীর গড়ে ওঠার নামই
জীবন।

আর যে মানুষ
এই দীর্ঘ পান করার ক্লান্তি
নিয়েও
থেমে যায় না—
সে কোনো নায়ক নয়,
সে শুধু বেঁচে আছে।

1
2887 views