
নারায়ণগড়ে পৌঁছালো দন্ডিকেটে আদি যোগীর লক্ষ্যে যাওয়া যুবক দ্বীপ বাগ!
নারায়ণগড়ে পৌঁছালো দন্ডিকেটে আদি যোগীর লক্ষ্যে যাওয়া যুবক দ্বীপ বাগ!
লক্ষ্য দন্ডি কেটে আদিযোগী পৌঁছানো। সেই লক্ষ্যেই পূর্ব বর্ধমান থেকে রওনা দিয়েছেন যুবক দীপ বাগ। মঙ্গলবার তিনি দন্ডি কেটে নারায়ণগড়ে এসে পৌঁছান। তাকে এলাকার মানুষ সহযোগিতা ও সংবর্ধনা প্রদান করেন। গত চার-পাঁচ মাস ধরে ঈশ্বরে বিশ্বাস রেখে এভাবেই লক্ষ্যে এগোচ্ছেন যুবক দীপ বাগ। তিনি জানাচ্ছেন, ২০২৩ সালে একইভাবে কেদারনাথ যাত্রা করেছিলেন। এবার লক্ষ্য আদি যোগী পৌঁছানো। তবে সবটাই দন্ডি কেটেই তার এই যাত্রাপথ। যেতে অনেকটা সময় লাগলেও শিবের প্রতি অটুট আস্থা রেখেই লক্ষ্যে পৌঁছবেন বলে জানাচ্ছেন দীপ। এদিন নারায়ণগড়ে বহু মানুষ তাকে দেখতে জড়ো হন। তাকে সংবর্ধনাও দেন। দীপ জানাচ্ছেন, ছোট বেলায় তার কঠিন অসুখ ছিল। তারপরেই ঈশ্বরে বিশ্বাস বাড়ে। এখন নাকি তিনি সুস্থ রয়েছেন। এভাবেই তিনি আদিযোগী পৌঁছবেন বলেই তার সংকল্প। এভাবেই ঈশ্বরের প্রতি তার প্রাণের আকুতি প্রকাশ করছেন যুবক দীপ। পূর্ব বর্ধমানের বাসিন্দা বাবা চাষবাস করেন। গত চার-পাঁচ মাস ধরে চলছে তার এই যাত্রা। অনেকেই তার এমন কঠোর সাধনাকে তারিফ করছেন।