যাত্রী বাসের দুর্ঘটনায় যখন 23 পূর্ব মেদিনীপুর জেলা মহিষাদল
নিজস্ব সংবাদদাতা আজ ২৮ ডিসেম্বর ২০২৫ আর দুদিন পরেই এই 2025 বিদায় নেবেন। আসবে 2026 ২০২৫ এর ২৮ ডিসেম্বর একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে এলাকা সূত্রে জানা গেছে মহিষাদল এর গেঁওখালি রোডে যান্ত্রিক গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটে কুড়ি থেকে ২৩ জন কেউ খালি থেকে আসছিল একটি বাসে। মাঝপথে গেঁওখালিতে টালিভাটার কাছেই দুর্ঘটনা ঘটে বাসের স্টেয়ারিং কেটে যাওয়ার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারই কারণে রাস্তার ডানদিকে থাকা দোকান ঘরের দিকে ধাক্কা মারে ওই বাসটি ঘটনাস্থলে খবর পেয়ে উপস্থিত হন বিধায়ক তিলক চক্রবর্তী এবং মহিষাদলের থানার পুলিশ আহতদের ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা পর ছেড়ে দেয়া হয়। দশজন মহিষাদলের গ্রামিন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের চিকিৎসা চলছে, পাশাপাশি এদের চারজনের গুরুতর জখম হয়েছে এর মধ্যে দুজনকে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
L