logo

ড্রোন উড়িয়ে চলছে নজরদারি বনদপ্তরের তরফ থেকে পশ্চিম মেদিনীপুর

নিজস্ব সংবাদদাতা বড়দিনের উৎসবে যখন সকল মেতে উঠেছে অনেক মানুষ তখন সূর্য অস্ত্র না হতে হতেই ঘরের মধ্যে ঢুকে দরজায় তালা দেয়। কারণটা হচ্ছে হাতির ভয়। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার কিছু জায়গায় হাতির আতঙ্কে রয়েছে বেশ কিছু গ্রামের মানুষ পশ্চিম মেদিনীপুর এলাকায় 14 টি হাতি রয়েছে 60 বেশি হাতি রয়েছে, মেদিনীপুর ডিভিশন সূত্রে খবর, চাঁদরা চাউলপুরা ভাদুতলা আমগোবরা এইসব গ্রামগুলিতে স্থানীয় হাতির ভয়ে দিন কাটাতে হচ্ছে, এরই পাশাপাশি বনদপ্তর ড্রোন উড়িয়ে চলছে নজরদারি, হাতির মোকাবিলায় এবার বিশেষ নজরদারি চলছে বনদপ্তর এর তরফ থেকে সাধারণ মানুষের মা কথা মাথায় রেখেই বনদপ্তর এই সিদ্ধান্ত নিয়েছে, ড্রোন মধ্য দিয়ে চলছে, নজরদারি এতে করে বিশেষ করে জানা যাবে কোথায় কোথায় হাতিগুলো রয়েছে, এতে করে বনদপ্তরের কাজের সুবিধা হবে,

0
77 views