logo

২৫শে ডিসেম্বর উপলক্ষে প্রতিটা জেলা স্তরে চলছে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রার্থনা,

Pingla Barta মালদা জেলার হাবিবপুর ব্লকের রাহাহুতারা এসটি থমাস বিদ্যালয়ে প্রভু যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে চলছে প্রার্থনা ২৫ শে ডিসেম্বর বৃহস্পতিবার সকালে প্রভু যীশু খ্রীষ্ট কে শ্রদ্ধা জানিয়ে বিশেষ প্রার্থনা বিশ্বপিতা প্রভু যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত করা হচ্ছে সারা দেশের পাশাপাশি মালদা জেলায়ও সকাল থেকে বিভিন্ন চার্জের পাশাপাশি মালদায় বিভিন্ন জায়গায় যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে প্রার্থনা চলছে জেলার বিভিন্ন জায়গায়, বড়দিন হিসাবে পালিত করা হয় এই যীশুখ্রীষ্টের জন্মদিন দিবস, কেক কেটে সবাই আনন্দ করেন যীশুখ্রীষ্টের জন্মদিন  উপলক্ষে এই দিনটি একটি সবার কাছে তাৎপর্য বিশেষ দিন, তারপরেই চলে যাচ্ছে আমাদের পুরনো স্মৃতি অর্থাৎ 2025 সাল আগমন হতে চলেছে 2026 সাল,

0
0 views