logo

মানুষের পাশে এবার মীনাক্ষী মুখার্জী মালদা জেলার মানিকচক,

Pingla Barta মানুষের পাশে দাঁড়াতে এবার মালদা জেলার মানিকচক ভূতনি উত্তর চন্ডিপুরের কালূটন টোলা এলাকায় আছেন সিপিএমের নেত্রী মীনাক্ষী মুখার্জী তিনি এসে ভূতনীয় সুবোধ চৌধুরীর বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাথে আলাপ আলোচনা করেন এবং দুর্গোতদের সাথে কথা বলেন অবশেষে কম্বল বিতরণ করা হয়, সঙ্গে ছিলেন কেন্দ্রীয় সিপিএম কমিটির সদস্য সুমিত দে সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিনা এছাড়া আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ মীনাক্ষী চৌধুরী মীনাক্ষী মুখার্জির সাথে এসেছিলেন পরিদর্শনে এবং কম্বল বিতরণ করার লক্ষ্যে পাশাপাশি দুর্গতদের সাহায্য করেন কম্বল বিতরণ করে পাশে থাকার বার্তা দেন তিনি,

0
88 views