logo

রামনগরের গোবরায় কন্টেন্ট ক্রিয়েটারদের বৃক্ষ রোপনের বার্তা। রামনগরের গোবরা সম্প্রীতি ময়দানে গোবরা পিঠেপুলি ও সম্প্রীতি উৎসবে বিশিষ্ট সমাজসেবী

রামনগরের গোবরায় কন্টেন্ট ক্রিয়েটারদের বৃক্ষ রোপনের বার্তা।

রামনগরের গোবরা সম্প্রীতি ময়দানে গোবরা পিঠেপুলি ও সম্প্রীতি উৎসবে বিশিষ্ট সমাজসেবী পাপ্পাদিত্য মাইতির আয়োজনে কনটেন্ট ক্রিয়েটার রা উপস্থিত হয়ে বৃক্ষরোপনের বার্তা দেন এবং সংস্থাকে দ্বিতীয় বছরের অনুষ্ঠানের জন্য দুটি বৃক্ষ তুলে দেওয়া হয় এবং উপস্থিত প্রত্যেককে ফুলের তোড়া উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্বর্ধনা জানানো হয়।।

0
35 views