দুর্ঘটনার কবলে মেদিনীপুর থেকে লালগড়গামী যাত্রী বোঝাই বাস! আহত অন্ততপক্ষে ১৩। আহতদের নিয়ে আসা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
দুর্ঘটনার কবলে মেদিনীপুর থেকে লালগড়গামী যাত্রী বোঝাই বাস! আহত অন্ততপক্ষে ১৩। আহতদের নিয়ে আসা হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, শনিবার মেদিনীপুর থেকে লালগড়ের উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী বোঝাই বাসটি। অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে শালবনির ভাতমোড় এলাকায় রাস্তার পাশের জমিতে উল্টে যায়। দুর্ঘটনায় কারোর মৃত্যু না হলেও গুরুতর জখম হন ১৩ জন বাস যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে নিয়ে আসা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পিড়াকাটা ফাঁড়ির পুলিশ। দুর্ঘটনাটি কিভাবে ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।