logo

নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে পথযাত্রার কর্মসূচি পালন করেন পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা পন্ডিত রঘুনাথ মুর্মুর বিদ্যালয়,

Pingla Barta নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে একটি অনুষ্ঠান করলেন পশ্চিম মেদিনীপুর জেলা গড়বেতা তিন নম্বর ব্লকের নয়া বসত রঘুনাথ মুর্মুর বিদ্যালয়ের উদ্যোগে এবং সহযোগিতায় এই দিন এই অনুষ্ঠানের মাধ্যমে পথযাত্রা সচেতনা-শিবির ও আয়োজন করা হয়, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা প্রশাসনিক কর্মীরা এই পথযাত্রায় অংশগ্রহণ করেন, গড়বেতা ৫০ সমিতির সভাপতি চিন্ময় সাহা ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ দোলন হাজরা আরো অনেক শিক্ষক-শিক্ষিকা সমাজসেবী এই অনুষ্ঠানের থেকে নেশা মুক্ত ভারত লক্ষ্যে গড়ার অনুষ্ঠানটি সম্পূর্ণ করেন,

0
0 views