logo

২০২৫ সালের একটি জমজমাট অ্যানুয়াল স্পোর্টস মিট কর্মসূচি পালিত হয় আলিপুর জেলার ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের ফুটবল ময়দানে,

Pingla Barta ২০২৫ সালের জমজমাট অ্যানুয়াল স্পোর্টস মিট কর্মসূচির পাশাপাশি এই দিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান কর্মসূচি পালিত হয় আলিপুর জেলার ফালাকাটা ব্লকের  তাসাটি চা বাগানে ফুটবল ময়দানে, এই শুভ কর্মসূচিতে উপস্থিত থাকা আধিকারিকগণ, আলিপুরদুয়ার ও কোচবিহারের ডিভিশনের  ফায়ার আধিকারিক প্রদীপ সরকার মহাশয় এবং মনীষ পাল সিংহ দমকল বিভাগের সমস্ত কর্মীবৃন্দ এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং খেলার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। রাজ্য সরকারের অগ্নি নির্বাপন জরুরী পরিষেবার বিভাগের h2 ডিভিশনের সহযোগিতা এবং উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়,

0
0 views