logo

আজ সমাজসেবী,ছাত্রদরদী,নাট্যকুশলী,মুখাভিনেতা, অঙ্কন শিল্পী কবি ও সাহিত্যিক স্নেহাশীষ মুখার্জির জন্মদিন।

আজ নদীয়ার শিমুরালী কিন্ডারগার্টেন স্কুলের প্রিয় প্রধান শিক্ষক স্নেহাশীষ মুখার্জির জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা জানাবে এই স্কুলের ক্ষুদে ছাত্রছাত্রীরা।
এই স্কুলটিকে উচ্চ শিখরে নিয়ে যাওয়ার মুলে তিনি এবং তাঁর টিমের সমস্ত শিক্ষক শিক্ষিকারা।
স্নেহাশীষ বাবু নিজে নাট্যশিল্পী,মুখোভিনেতা,অঙ্কন শিল্পী,কবি ও সাহিত্যিক। এ ছাড়াও তাঁর মূল পেশা শিক্ষকতা। প্রাক্তন ছাত্রছাত্রীরাও তাঁদের প্রিয় শিক্ষকের দীর্ঘায়ু কামনা করেন।

12
650 views