logo

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর গাছে মেরে চালকের পায়ের অংশ কেটে যায় ,

Pingla Barta দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম এলাকায় ফরিদপুরের এক স্থানীয় বাসিন্দা  নাম মান স  মুর্মু তিনি ট্রাক্টর চালাচ্ছিলেন প্লিজ কিছুটা দূরে ট্রাক্টর চালাতে চালাতে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে , তারাগঞ্জ একটি গ্রামের কাছে একটি গাছে জোরে ধাক্কা মারে, ঘটনাস্থলে চালকের এক পায়ের নিচের কিছুটা অংশ কেটে যায়, খবর পেয়ে এলাকার মানুষজন এসে তাকে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায় তার চিকিৎসার জন্য, পরে এই ঘটনার জানতে পেরে পুলিশ এসে ওই  ট্রাক্টর কি উদ্ধার করেন,

0
0 views