logo

পশ্চিম মেদিনীপুর সবং বন্ধুর বাবার নিজের বাবা পরিচয় দিয়ে জাল নথি তৈরির অভিযোগ

Pingla Barta পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের খড় পাড়া গ্রামে একা অদ্ভুত ঘটনা ঘটে গেল, এলাকা সূত্রে জানা গেছে মৃত বন্ধুর বাবা কে নিজের বাবা পরিচয় দিয়ে জাল নচি তৈরীর অভিযোগ উঠেছে, থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত, বন্ধুত্বের সুযোগ নিয়ে এক যুবক নিজের পরিচয় গোপন করে মৃত ছেলের বাবার নাম পরিচয় ব্যবহার করে তৈরি করেছে গুরুত্বপূর্ণ পরিচয় পত্র ভোটার কার্ড প্যান কার্ড গুরুত্বপূর্ণ নথি কেশিয়াড়ির বাসিন্দা যুবক শেখ তাজউদ্দিনের সঙ্গে বন্ধুত্ব ছিল সবং-এর ঘরপাড়ার বাসিন্দা সত্যচরণ সিংহের ছেলের সেই সূত্র পরিবারের লোকেরা তাকে আত্মীয় মতো দেখতেন, এই সুযোগ কাজে লাগিয়ে বাবলু সিং বলে নতুন পরিচয় তৈরি করে,

0
0 views