logo

ট্রাক্টরের তলায় চাপা পড়ে মৃত 2 পশ্চিম মেদিনীপুর জেলা গোয়ালতোড়,

Pingla Barta এক মর্মান্তির দুর্ঘটনায় মারা গেলেন দুজন 3 ডিসেম্বর মঙ্গলবার রাত্রি নাগাদ ধান জমিতে কাজ সেরে ট্রাক্টর করে বাড়ি আসছিলেন দুজন, হপন বেসরা আরেকজন সুখ চাঁদ বেসরা, কিছুটা দূরে আসার পর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে যায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়, খবর পেয়ে স্থানীয় কিছু লোকজন এসে ওদের তোলার চেষ্টা করে, এই ঘটনার খবর পেয়ে গোয়ালতোড় থানার পুলিশ এসে ওদের উদ্ধার করে মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন। এই গোটা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় খড় কাটা গ্রামে, মৃত দুই ব্যক্তির বাড়ি ওই একই গ্রামে, এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,

0
66 views