আলু ব্যবসায়ীর বিক্ষোভ প্রতিবাদ পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা,
Pingla Barta রাস্তায় আলু ঢেলে প্রতিবাদ করেন আলু ব্যবসায়ী সমিতি, এই বিক্ষোভ দেখানো হয় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গাছ শীতলা এই এলাকায়, আলু ব্যবসায় সমিতির পক্ষ থেকে জানা গেছে, আলু স্টোরে ভাড়া বৃদ্ধি করা চলবে না একই ভাড়ায় রাখতে হবে, আলোর সহায়ক মূল্য ঘোষণা করতে হবে এই সমস্ত দাবিতে, আলু ব্যবসায়ী সমিতি থেকে বিক্ষোভ প্রতিবাদ করা হয়,