logo

মানবিক এক পরিচয় দিলেন চন্দন দাস

Pingla Barta মানবিক পরিচয় দিলেন পিংলা বিধানসভার খরগোপুর ২ নম্বর সিতি বাটিটাকি গ্রামের বাসিন্দা চন্দন দাস, হাওড়া থেকে মেদিনীপুর যাবার পথে শ্যামচক স্টেশনে নবার সময় ট্রেনের মধ্যে একটি  ব্যাগ পড়ে থাকা অবস্থায় নজরে আসে চন্দনের, ওরে ঐ ব্যাগটিকে নিয়েই চন্দন শ্যামচক স্টেশনে নামেন, ব্যক্তিকে নিয়ে চন্দন সোজা চলে যায় পরপয়াড়া দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সনাতন বেড়ার বাড়িতে, ব্যাগটি খুলে দেখে একটি ল্যাপটপ ৪০ হাজার টাকা জরুরী কিছু কাগজপত্র ওই ব্যাগের মধ্যে ছিল, ওই ব্যাগের মধ্যে যার ব্যক্তি হারিয়েছে তার ঠিকানা এবং ফোন  নাম্বার ছিল, তারপরে জানা যায় মাম্পি মজুমদারের ওই ব্যক্তি এনার বাড়ি পশ্চিম মেদিনীপুর শহরে, তারপর ব্যাগটি তার হাতে তুলে দিচ্ছেন চন্দন দাস, গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনের প্রশংসা করেছেন,

0
0 views