logo

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক সিভিক ভলেন্টিয়ারের স্ত্রীর

Pingla Barta paschim medinipur শশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাবার পথে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী পিউ মলস বয়স ২৪, ক্ষীরপাই তার শশুর বাড়ি, ঐদিন শনিবার ছিল, রামজীবনপুর সড়কের কাছে এই  দুর্ঘটনা কি ঘটে, ঐদিন মোটরসাইকেল করে বাপের বাড়ি যাচ্ছিলেন পথেই চলন্ত একটি গ্যাস বাহি গাড়ির হুকে শাড়ির আঁচল আটকে যায়, তখন পিউ ভারসাম্য হারিয়ে উল্টে যায় মোটরসাইকেলটি, সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় পিউ, এই ঘটনার স্থলেই তার মৃত্যু হয় বলে এলাকার সূত্রের দাবি, স্বামী এবং ছোট সন্তানের অল্প আহত হন এলাকার মানুষজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান। গোটা এলাকায় বাপের বাড়ি শ্বশুরবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে,

0
0 views