প্রতি বছরের ন্যায় বছরও পাঁচগ্রাম কিডস একাডেমী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতার আয়োজন করা হয়
মঙ্গলবার ২৪শে ডিসেম্বর ২০২৪ শীতের সকালেই ছোট ছোট বাচ্চাদের কে নিয়ে এবং সবশেষে অভিভাবক ও অভিভাবিকাদেরকে নিয়ে প্রতি বছরের মতো এবছরও হয়ে গেল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রামের বেসরকারি বিদ্যালয় কিডস একাডেমির পক্ষ থেকে পাঁচগ্রাম হাই স্কুল মাঠে।এদিনে এই বিদ্যালয়ের ছোট ছোট বাচ্চারা নানা রকম খেলায় অংশগ্রহণ করে, যেমন মুখে চামচ নিয়ে মার্বেল দৌড়, পায়ে বেলুন ফাটানো, পাখি ওড়া, মুখে কমলা তুলে দৌড় দেওয়া, স্মৃতি চারণ করা, দৌড়ে এসে অংক কষা, আলু দৌড় এর মতো খেলা গুলিতে এখানে অংশগ্রহণ করে নার্সারি থেকে পঞ্চম শ্রেণীর বাচ্চারা । এরসঙ্গে অভিভাবীকাদের জন্য ছিলো মুখে চামচ নিয়ে মার্বেল দৌড় অপরদিকে অভিভাবকদের জন্যও ছিলো বল থ্রোইং মতো আনন্দ দায়ক খেলা। খেলায় যারা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী হয় তাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া কিডস একাডেমি বিদ্যালয়ের পক্ষ থেকে। এদিনে কিডস একাডেমি বিদ্যালয়ের বাচ্চারা খেলায় অংশগ্রহণ করতে পেরে খুবই মজা পেয়েছে বলে জানা যায়, অন্যদিকে এই মাঠে উপস্থিত থাকা অভিভাবক ও অভিভাবীকেরাও এই বিদ্যালয়ের কর্তৃপক্ষ দেরকে সাধুবাদ জানিয়েছে, এই জন্য বাচ্চাদেরকে নিয়ে পড়াশুনার পাশাপাশি শিক্ষক ও শিক্ষিকেরা খেলাধুলা করানোর জন্য অনেক দিন ধরে পাঠরতো বাচ্চাদেরকে উৎসাহ দিয়েছেন এবং পরিশ্রম করেছিলেন সেইজন্য ।