logo

বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে অঙ্গীকার ফোরামের, থ্যালাসেমিয়া মুক্ত জেলা

রায়গঞ্জ, ৮ মেঃ উত্তর দিনাজপুর জেলাকে থ্যালাসেমিয়া মুক্ত করতে অঙ্গীকার করলো উত্তর দিনাজপুর জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম। এদিন সমাজের বিভিন্নধরনের মানুষের উপস্থিতিতে এই অঙ্গীকার করা হয়। সাগর পাল নামে ১৯বছরের এক থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোরের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উল্লেখ্য, ২বছর বয়স থেকে সাগরকে রক্ত নিতে হয়। বর্তমানে সাগর রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান হিসেবে পড়াশোনা করছে। ওর বাবা সন্তোষ পাল প্রতিমাসে রক্ত দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যায়। জানা গেছে, উত্তর দিনাজপুর জেলায় ৫০০ জন থ্যালাসেমিয়া রোগী আছে। এদের নিয়মিত রক্ত দিতে হয়। ফলে রক্ত সংকট দেখা দেয় মাঝে মধ্যেই। তাই বিয়ের আগে বাহক পরীক্ষা বাধ্যতামূলক করার হোক। এই দাবীতে এদিন প্রত্যেক বক্তা সোচ্চার হন।

0
0 views