logo

মালদায় কংগ্রেস সভাপতি খাড়গে এলেন

রায়গঞ্জ, ৬মেঃ নির্বাচনী প্রচারের শেষ লগ্নে মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী ও মোস্তাক আলমের সমর্থনে কালিয়াচকের সুজাপুরের হাতিমারি ময়দানে জনসভা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। লোকসভা নির্বাচন হয়ে যাওয়া উত্তরবঙ্গের দুই দফায় কংগ্রেসের হেভিওয়েট নেতারা কেউ না আসায় কার্যত হতাশ হয়ে পড়ে নীচুতলার কর্মী সমর্থকরা। আশা ছেড়ে দিয়েছিল গৌড় বঙ্গের কংগ্রেস কর্মীরা। কিন্তু তাদের হতাশ না করে মালদায় আসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। জনসভায় তাঁর ভাষণে বিজেপি ও মোদিকে আক্রমণ করে সরব হলেও একবারের জন্যও তৃণমূল ও মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জীর বিরুদ্ধে কোন কথা বলেননি বরং নীরব থেকেছেন। কেন কংগ্রেস প্রার্থীদের ভোট দেবেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশের মানুষের রুটি রুজির জন্য কংগ্রেস শিল্প বাণিজ্য শিক্ষা ক্ষেত্রে প্রচুর উন্নয়ণ মূলক কর্মসূচী নেয়। এমনকি ১০০ দিনের কাজ কংগ্রেসের প্রধানমন্ত্রীরা চালু করেছিলেন। কৃষকদের ঋণ দেওয়া এবং কৃষি ঋণ মুকুব ও গৃহহীনদের আবাস যোজনায় বাড়ি দেওয়া কংগ্রেস আমলে হয়েছে। এছাড়া এই মালদার জন্য গণিখান চৌধুরী বিদুৎমন্ত্রী, কয়লামন্ত্রী, রেলমন্ত্রী থাকাকালীন উন্নয়ন প্রচুর কর্মঞ্জগ করেছেন। সুতরাং কংগ্রেস প্রার্থীদের ভোট দিন বলে মালদাবাসীর কাছে আহ্বান জানান।

10
885 views