logo

বিশেষ দিব্য শিশুদের সাথে বৈশাখী বন্ধু আনন্দোৎসব ২০২৪ এ আন্দুল-মৌড়ী হাওড়া জীবন চেতনা

গতকাল বুধবার (২৪ ০৪ ২০২৪) জীবন চেতনা গ্ৰুপ পৌঁছে গিয়েছিল ভ্যালি অফ স্মাইল এর দিব্য শিশুদের পাশে। উওর ২৪পরগনা জেলার ইছাপুরের ভ্যালি অফ স্মাইল এর শিশুরা বিশেষ ধরনের তাই শুভাকাঙ্ক্ষী ও জীবন চেতনা র অন্যতমা সদস্যা স্বর্ণালী মল্লিক ঐকান্তিক ভালোবাসার আনন্দ নিয়ে "বৈশাখী বন্ধু" আনন্দোৎসব ২০২৪ এর জন্য আজকের আয়োজন করতে চাইলো আপন গ্ৰুপ ও তার নিজস্ব সংস্থা নেচারাক্সি র সহযোগিতার মাধ্যমে। ৩৬ জন্য বিশেষ দিব্য শিশুদের হালকা মুখোরোচক পুষ্টি টিফিনের আয়োজন ব্যবস্থা করা হয়েছিল। এই উদ্দ্যোগ অনেক ভালোবাসার প্রয়াস। কারণ স্বর্ণালী মল্লিক শুধু একজন আয়ুর্বেদিক ডাক্তার ও আয়ুর্বেদিক প্রোডাক্ট বিক্রেতা নয়, নেচারাক্সি মাধ্যমে উপার্জিত অর্থের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজে ব্যায় করে এটাই ছোট বেলা থেকেই এই শিক্ষায় শিক্ষিত। আর পাঁচটা মানুষের থেকে আলাদা আমাদের গ্ৰুপের শুরুর সন্ধিক্ষণ থেকেই পাশে পেয়ে থাকি। "বৈশাখী বন্ধু" আনন্দোৎসব ২০২৪ ওর জন্যই‌ করা সম্ভব হয়েছে।

এই আয়োজনে শুধু আমাদের হাওড়া জেলার শুভাকাঙ্ক্ষী নয়, বাইরের জেলার মানুষ জন আমাদের কর্মকে পর্যবেক্ষণ করে, গুরুত্ব দিয়ে পাশে থেকে পথের সাথীর দিশা দেখান তাদের জন্য এই গ্ৰুপ কৃতজ্ঞতা জানায়। ছোট ছোট প্রয়াসে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসা মানুষ জন তার আন্তরিক মানবিকতার পরিচয় স্হাপন করে। আজও তার কোনো ব্যতিক্রম নয়, ধন্যবাদ সেই সকল মানুষজন ও তার পরিবারের প্রত্যেক সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আমাদের কর্মসূচিকে উৎসাহিত করে মানবিকতার পরম ধর্ম পাথেয় করে জীবন চেতনা র দ্বায়িত্ব কর্তব্যবোধ উওরাউওর এগিয়ে নিয়ে চলার পথ দেখাচ্ছে এমন এক মানবিক সংগঠন ভ্যালি অফ স্মাইল। এই সংগঠন কর্ণধাত্রী শ্রীমতি জুহি ম্যাডাম সহ উক্ত পরিবারের অন্যান্য সদস্য সদস্যাদের আন্তরিকতা কে কৃতজ্ঞতা জানাই।

জীবন চেতনা র পক্ষ থেকে স্বর্ণালী ও
ভ্যালি অফ স্মাইল র পরিবারের সকল সদস্যদের সার্বিক সাফল্য,সুস্বাস্থ্য ও সর্ব সময়ের ভালো থাকার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।

৩৬ জন বিশেষ দিব্য শিশুদের জন্য বৈশাখের তীব্র উষ্ণ প্রবাহের কারনে সকল উপস্থিত থাকতে পারেনি। তবে যারা উপস্থিত ছিল, তাদের প্রত্যেকের হাতে ড্রইং খাতা, পেন্সিল, রবার, কাটার, স্কেল তুলে হয়েছে। বাকি শিক্ষা সামগ্ৰী স্কুলের দ্বায়িত্বে দেওয়া যাতে আজকের অনুষ্ঠানে অনুপস্থিত ছোট্ট বন্ধু রা পায়।(সাধ্যমত কিছু রঙের বাক্স) তুলে দেওয়া হয়েছে ।

আজকের কর্মসূচিকে বাস্তবায়ন রূপ দিতে জীবন চেতনা র উপদেষ্টা মন্ডলীর দেবাশিস দাস ও পুত্র দেবদীপ সহ প্রিয়াঙ্কা ভট্টাচার্য ,শুভাশীষ উপস্থিত ছিল।

স্বর্ণালী প্রতিটি দিব্য শিশুদের সহ সকলের জন্য পুষ্টি গত মুখরোচক টিফিন চাউমিন এর সাথে আমাদের আর এক সদস্য বীরেশ্বর পড়ুয়া শিশুদের জন্য বিস্কুট ব্যবস্থা করেছিল। শিশু কম আসার জন্য তাদের অভিভাবক দের সহ ষ্টেশনের মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।

সমাজের প্রতিটি মানুষ কে চায় জীবন‌ চেতনা গ্ৰুপ।

"আমার আপনার সবার"
জীবন চেতনা
আন্দুল-মৌড়ী, হাওড়া,৭১১৩০২
7278035078

14
1685 views