logo

রায়গঞ্জ শহর ঘুরে রক্তদানের কথা বললো ব্লাড ডোনার্স ফোরাম,শুনলেন পথের মানুষ

রায়গঞ্জ, ২৪ এপ্রিলঃ সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড সেন্টার রক্তশূণ্য তাই ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে রক্তদানের কথা বলা হলো পথ চলতি মানুষ থেকে দোকানদারদের সাথে। ভোটের প্রচারেও থাকুক রক্তদানের কথা। কারণ, ভোটের প্রচার অভিযানে অসংখ্য মানুষ রাজনৈতিক দলগুলির ডাকে হাজির হন। একদিকে গ্রীষ্মকালীন সমস্যা, অপর দিকে লোকসভা নির্বাচনের উতাপ্ । এই সময় রাজনৈতিকভাবে রক্তদান শিবির করা পুরোপুরি নিষিদ্ধ। তাই সাধারণ মানুষদের উদ্বুদ্ধকরণে ফোরাম এই উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি দশম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয় রক্তের অভাবে। এদিনের ফোরামের এই প্রচারাভিযানকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রণীর মানুষ। রেলস্টেশন থেকে মোহনবাটী বাজার। সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মত। হোমিও চিকিৎসক স্বপন ভট্টাচার্য বলেন,আগে আমরা প্রচুর পরিমানে রক্তদান করতাম। শিবিরে সাধারণ মানুষকে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করতাম। কিন্তু যারা রক্ত নিতেন তারা রক্ত দিতেন না। একি অভিযোগ বিশিষ্ট ব্যবসায়ী জয়ন্ত সোমের।

4
1545 views