logo

রক্ত বিক্রি করে নতুন কাজে যোগ দিতে যাওয়ার ইচ্ছে ছিল, আগেই দুই যুবক ধৃত

রায়গঞ্জ, ১৫ মেঃ লকডাউনে কাজ হারিয়ে চরম অর্থ সংকটে ভুগচ্ছে, এরই মাঝে নতুন চাকরির অফার। কিভাবে নতুন চাকরিতে যোগ দেবে তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। এমতাবস্থায় রক্ত বিক্রি করে অর্থ উপার্জনের সুযোগ আসে। হাজির হয় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড সেন্টারে। কিন্তু রক্ত বিক্রি করার আগেই গ্রেপ্তার। রায়গঞ্জ থানার আই সি বিশ্বাশ্রয় সরকার বলেন, রক্ত বিক্রির খবর পেয়ে পুলিশ দুইজনকে গ্রপ্তার করেছে। এরা হলো রায়গঞ্জ বীরনগরের দেবাশীষ সাহা এবং উকিলপাড়ার নীলকন্ঠ ভোমিক। দুইজনই দালাল চক্রের ফাদেঁ পড়ে। মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্লাড সেন্টার ৯য় তালায়। বেশিরভাগ সময় লিফট রোগীর পরিবারের ভাগ্যে জোটে না। রক্তদাতাদের কথা বাদ। মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী সুপার বিপ্লব হালদার বলেন, রক্ত বিক্রির অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও রক্ত বিক্রির ঘটনায় যুক্ত ছিল বলে জানা গেছে।

0
0 views