শিলাবতী নদীর লোখা টা পোল পরিদর্শন করলেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা,
Pingla Barta বিধায়ক উত্তরা সিংহ হাজরা চার নম্বর ১২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান নবনীতা গুড়ে গায়ত্রী বেজ ,পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য শান্তনু দে ,এলাকার বিশিষ্ট সমাজসেবী অসীম সিংহ রায় ,সাবিনা বিবি, রবিয়াল ভাঙ্গি, মিঠু পতিহার, আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত থেকে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা এক নম্বর ব্লকের শিলাবতী নদীর উপরে থাকা বাস ও কাঠের লোখা টাপোল পরিদর্শন করলেন, এই বাসের পোলের ওপরে গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন যাতায়াত করে থাকে এলাকার সমস্ত মানুষের দাবি যাতে পাকাপোক্তভাবে এই পোল তৈরি হলে মানুষের যাতায়াতের সুবিধা হবে বিশেষ করে বর্ষাকালে ভীষণ অসুবিধার মধ্যে পড়ে মানুষজন। বিধায়ক উত্তরা সিংহ হাজরা উনি আশ্বাস দিয়েছেন আগামী দিনে এই সমস্যার সমাধান করবে,