logo

মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক বি এল ওর পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়,

Pingla Barta একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক বি এল ও এর, জানা গেছে  এস আই আর কাজ করে, নিজের কর্মস্থলে স্কুলের দিকে রওনা দিয়েছিলেন অরবিন্দ মিশ্র, বয়স ৩২ স্কুলে যাবার পথেই এক ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় অরবিন্দু মিশ্রের, ৪৯ নাম্বার বুথের বি এল ও ছিলেন তিনি, পেশায় শিক্ষকতা করতেন, ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলা নারায়ণগড় সাইকা পাটনা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি, বর্তমান তার স্ত্রী তিন বছরের কন্যা সন্তান রয়েছে বলে জানা গেছে, পশ্চিম মেদিনীপুর জেলার শিক্ষক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন, সাইকা পাটনা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

0
25 views