logo

৮০ বছরের পুরনো পুজো সংকটনাশিনী দুর্গার অষ্টমঙ্গলা পুজো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে পুরোহিত প্রণব চক্রবর্তীর বাসভবনে এই পুজোর আয়োজন হয়,

Pingla Barta প্রায় ৮০ বছর আগে অনুপ চক্রবর্তী ঠাকুর দাদার আমলে পঞ্চতীর্থ স্মৃতি ভূষণ শাস্ত্রী তার নিজের বাড়িতে দেবী সংকটনাশিনী দুর্গার অষ্টমঙ্গলা পুজো করেছিলেন , সেই থেকেই প্রচলিত হয় এই মায়ের সংকট নাশিনী দুর্গা অষ্টমঙ্গলা পুজো, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পুরোহিত প্রণব চক্রবর্তী বাসভবনে এই পুজোর আয়োজন হয় প্রতিবছরের মতো এবছরও আয়োজন হয়েছিল। জানা গেছে অঘ্রাণ মাসের শুকলপক্ষে এই মায়ের পূজো হয় প্রণব চক্রবর্তী বাবুর বাসভবনে। দেবী সংকট নাশিনী দুর্গা অষ্টমঙ্গলা পুজো বিশেষ প্রসাদ হল খিচুড়ি এরপর অন্য ভোগ দিয়ে মায়ের অষ্টমঙ্গলা পূজা হয়। ভক্তদের সমাগম হয় চোখে দেখার মত, এই অষ্টমঙ্গলা মায়ের পূজো সংকট নাশিনী দুর্গার অষ্টমঙ্গলা পুজো মহাভারতে এর একটি অংশ রয়েছে। সেই থেকেই প্রচলিত হয় এই মায়ের পুজো, যেখানে ভক্তরা সংকটে পড়েন সংকটনাশিনী দুর্গা মা তাদের উদ্ধার করে।

0
0 views