logo

দ্রুত গ্রামের ঢালাই রাস্তার কাজ শেষ হতে এলাকার মানুষ খুশি, ডেবরা জলিবান্দা গ্রাম পঞ্চায়েত চক সাহাপুর লোধাশধর গ্রামে।

Pingla Barta এত তাড়াতাড়ি ঢালাই রাস্তার কাজ সম্পন্ন হবে এলাকার মানুষ বিশ্বাসই করতে পারছিল না, অবশেষে সেই ঢালাই রাস্তা সম্পূর্ণ হয়েছে। এখন ওই ঢালাই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করতে পারবে খুব সহজেই, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মদক্ষ শান্তি টুটু এই রাস্তার কাজের শুভ আরম্ভ প্রক্রিয়া উদ্যোগ নেন, ৩২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে এই রাস্তার জন্য, এত দুটো কাজ সম্পূর্ণ হবে বলে এলাকার মানুষ অবাক হয়ে গেছে, এই রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ছ নম্বর জলিবান্দা গ্রাম পঞ্চায়েতের এলাকায় চক সাহাপুর লধা খবর গ্রামে,

4
276 views