logo

পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতায় গরীব মানুষের কে শীতবস্ত্র বিতরণ করলেন রাইটার্স কমিউনিটি অফ বেঙ্গল পক্ষ থেকে

Pingla Barta সমাজসেবী আমাদের সমাজে বহু জায়গায় গরীব মানুষের পাশে থেকে সাহায্য করছেন, বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্যে এই কর্মসূচি পালন হয়ে আসছে, এরই পাশাপাশি পয়লা ডিসেম্বর ২০২৫ তারিখে পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা গান গণিতে আছেন কলকাতা রাইটার্স কমিউনিটি অফ বেঙ্গল সদস্য একটি টিম, গড়বেতা ভট্ট এলাকায় ওনারা এসে কোথায় এলাকাটা পরিদর্শন করেন, এবং গরিব অসহায় মানুষের সাহায্যর জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। রাইটার্স কমিউনিটি অফ বেঙ্গল প্রতিটি সদস্যরা এতে খুবই আনন্দিত, প্রতিষ্ঠার মূলদাতা অপরাজিতা রায় সিনা জানিয়েছেন ছ বছর ধরে এই কর্মসূচি নেয়া হয়েছে আগামী দিনে আরো ভালো করে মানুষের পাশে থেকে সাহায্য করতে পারি তার পরিকল্পনা নেয়া হচ্ছে।

1
0 views