logo

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নবগ্রামে 'NIA' আসার সঙ্গে, দিল্লী বিস্ফোরণ কাণ্ডে নাম জুড়ে অপপ্রচার না করার বার্তা মইনুলের

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের নবগ্রামে 'NIA' আসার সঙ্গে, দিল্লী বিস্ফোরণ কাণ্ডে নাম জুড়ে অপপ্রচার না করার বার্তা মইনুলের.
নিজস্ব সংবাদ দাতা : মুর্শিদাবাদ: শনিবার : 15ই নম্ভেম্বর 2025: বুধবার 12ই নম্ভেম্বর 2025 এ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার গুড়া পাশলা অঞ্চলের নিমগ্রামে 2জন NIA টিমের অধিকারীকেরা এবং আমেদাবাদের 1জন পুলিশ মইনুল হাসানের বাড়িতে তদন্তের জন্য।

সেখানে তারা প্রায় 5ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে ক্রিন চিট দিয়ে বেরিয়ে যান।

আপনাদের অবগত করি NIA টিমের 2জন অধিকারীকেরা এবং আমেদাবাদের 1জন পুলিশ 28বছরের ব্যক্তি মইনুল হাসানের বাড়িতে তদন্ত জন্য আসে
কারন মইনুল হাসান কাজের সূত্রে প্রায় 6 বছর আগে মুম্বাই গিয়েছিলেন , যার মধ্যে শেষের দিকে সেইসময় প্রায় 2 বছর এক ঠিকাদারের অধীনে কাজ করতেন, সেখানে ওই ঠিকাদারের অধীনে বাংলাদেশীরাও কাজ করতেন, সেকথা তিনি প্রথম দিকে জানতে পারেন নি, কারন তার মতো এরাও বাংলা ভাষায় কথা বলতেন বলে জানান মইনুল হাসান, ওই বাংলাদেশী দের মধ্যে এক বাংলাদেশী 2023 সালের জুন মাসে গুজরাট পুলিশের কাছে আটক হন।

সেই বাংলাদেশি ব্যক্তির তদন্তের জন্য হঠাৎ নবগ্রামের নিমগ্রামের মইনুল হাসানের কাছে তদন্তের জন্য আসে NIA টিম এবং আমেদাবাদের একজন পুলিশ ।

প্রায় 5ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ক্লিন চিট দিয়ে বেরিয়ে যান।
বর্তমানে মইনুল হাসান তার নিজের গ্রামের বাড়িতেই রয়েছেন।
ওই দিন NIA আধিকারিকদের দেওয়া ‘সার্চ এবং সিজার লিস্টের মেমো নম্বর দেওয়া কাগজটি ’ দেখিয়ে পরিবাররের লোকেরা বৃহস্পতিবার দাবি করে, RC -19/2023/NIA/DLI মামলার তদন্ত করার জন্য NIA -র আধিকারিকেরা নবগ্রামের নিমগ্রামে এসেছিলেন। ওই মামলায় NIA -র তরফ থেকে UPA আইনের 38, 39 এবং 40 ধারায় এবং 14 (A), 14(B) ফরেনার্স অ্যাক্ট এবং IPC-র 465,466 এবং 471 ধারায় মামলা রুজু করা হয়েছে।
এরপরও সেই খবরটি পশ্চিম বঙ্গের রাজ্যের মিডিয়া গুলো দিল্লির বিস্ফোরনের সঙ্গে সংযুক্ত করে চালাচ্ছে।
এরপরেই আমাদের সাংবাদিকেরা গ্রাউন্ডে গিয়ে মইনুল হাসান এবং প্রতিবেশী দের সাথে কথা বলে এবং ক্রিন চিট দেখে জানতে পরে এই বিষয়টির সাথে দিল্লির বিস্ফোরনের সাথে কোনো কিছু যুক্ত নেই।

তাহলে ওই রাজ্যের মিডিয়া গুলো কি ভাবে বলছে দিল্লির বিস্ফোরনের সাথে এই ঘটনাটি যুক্ত।

তাহলে কি আবার রাজ্যের মিডিয়া গুলো আগের দিন গুলোর মতো মিথ্যাচার ছড়াচ্ছে মুর্শিদাবাদকে নিয়ে।
কিন্তু মুর্শিদাবাদকে নিয়ে বারংবার মিথ্যাচার করে মানুষের মধ্যে ভুল বার্তা দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে তুলেছে,যেখানে সংবাদ মাধ্যম কাজ সত্যকেই মানুষের মধ্যে তুলে ধরা সেখানে দাঁড়িয়ে মানুষের মধ্যে ভুল বার্তা দেওয়া, নিজেরা TRP বাড়িয়ে কিভাবে পার পেয়ে যাচ্ছে রাজ্যের মিডিয়া গুলো, সেই প্রশ্নও তুলেছে অনেকে ।

যদিও এই বিষয় নিয়ে পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদের 65 নম্বর বিধান সভার বিধায়ক অর্থাৎ নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল বলেন, “আমিও বিষয়টি শুনেছি, দিল্লি বিস্ফোরণের ঘটনার সঙ্গে ওই যুবকের কোনও যোগ নেই। NIA-র গোয়েন্দারা মইনুল হাসানকে ওই সংক্রান্ত জিজ্ঞাসাবাদও করেনি বলে খোঁজ খবর নিয়ে জানতে পারি । এলাকায় ওই যুবক সম্পর্কে খারাপ কোনও খবরও গ্রামবাসীরা আমাকে এখনো পর্যন্ত তো জানায়নি।”

3
3187 views