logo

দীর্ঘ দু'বছর পরে প্রতিমা পাল পেলেও তার সদ্য শিশুকে

Pingla Barta =Purba medinipur, দীর্ঘ দু'বছর অপেক্ষার পরে প্রতিমা পাল ফিরে পেল তার জন্ম দেয়া শিশু টিকে, সম্পূর্ণ পুলিশের সহযোগিতায় এই শিশুটি উদ্ধার হয়েছে, অনেক পরিশ্রম অনেক কিছু তদন্তের পরেই এই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে পুলিশের তরফ থেকে, ২০২৩ সালে পশ্চিম মেদিনীপুর জেলা এগ্রার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিল প্রতিমা পাল সদ্য শিশুর জন্ম দেওয়ার জন্য, শিশুটি জন্মে যাবার পরে নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে প্রতিমা পালের পরিবারের লোকজনকে জানান শিশুটি  মৃত. তখন প্রতিমা পালের পরিবারের লোকজন শিশুটিকে দেখতে চান, নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে জানানো হয় তাকে ডাস্টবিনে ফেলে দেয়া হয়েছে, অসহায় হয়ে কাউকে কিছু না বলে প্রতিমার পরিবারের লোকজন প্রতিমাকে নিয়ে বাড়ি ফিরে আসেন।, বর্তমান প্রতিমা পাল শিশুটিকে পেয়ে খুবই খুশি এবং তিনি বলেছেন আমার শিশুটি এখন সুস্থ, প্রতিমা পালের বাড়ি আর গোয়াল গ্রাম এলাকায়,

1
47 views