রাজ্যের জেলাগুলির জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের আয়োজন
Pingla Barta =রাজ্যের সমস্ত জেলা গুলিকে এ বছর জগদ্ধাত্রী পুজো হয়েছিল, শেষমেষ শনিবার ও বিসর্জনের প্রস্তুতি চলছে, রবিবার বিসর্জনের উদ্যোগ নিয়েছেন জগদ্ধাত্রী কমিটির তরফ থেকে এরই পাশাপাশি চন্দননগর ভদ্রেশ্বরে সাতটি ১৪ টি ঘাটে জগধাত্রী প্রতিমা বিসর্জন হয়েছে এই গঙ্গায় গোটা এলাকা জাল দিয়ে ঢেকে রেখে রাখা হয়েছে, চন্দননগরে এ বছর জগদ্ধাত্রী পুজোর প্রতিমা ২৫ ফুট করে এই প্রতিমা পুজোর আয়োজন করা হয়েছিল। তেরি পাশাপাশি বিসর্জনের প্রস্তুতিতে পুলিশ প্রশাসন প্রতিমা ঘিরে নজরদারি চলছে এবং সিসিটিভিতেও নজরদারি চলবে ড্রোন ঘোরানো হবে তাতে করে বিশেষ নজরদারি দেখা যাবে এবং সহযোগিতা পাওয়া যাবে পুলিশে তরফ থেকে প্রতিটি পুজো কমিটির সাথে পুলিশ বন্দোবস্ত থাকবে, এই পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা হাসপাতাল মোড়ের জগদ্ধাত্রী পুজো প্রতিমা বিসর্জন হয়ে গেছে শনিবার,