logo

স্বেচ্ছায় রক্তদান শিবির জঙ্গীপুর মহম্মদপুরে এম.ইউ.সালমা * জঙ্গীপুর সেভ হিউম্যানিটি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্য

স্বেচ্ছায় রক্তদান শিবির জঙ্গীপুর মহম্মদপুরে

এম.ইউ.সালমা * জঙ্গীপুর

সেভ হিউম্যানিটি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এবং জঙ্গিপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জহিদুর রহমান ও কো-অর্ডিনেটর আবেদা সুলতানার সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গীপুর পৌরসভার পৌর পিতা মোজাহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্যা বিশিষ্ট সমাজসেবী রুবিয়া সুলতানা, জেলা পরিষদ সদস্য মন্টু রহমান, গিনি হাউসের কর্ণধার রেজাউল করিম, বিশিষ্ট সমাজসেবী বিজয় হার্ডওয়্যার এর কর্নধার বিজয় কুমার জৈন, বিশিষ্ট শিক্ষক ফুরকান আলী,সেভ মেধা ফাউন্ডেশনের শুভঙ্কর সরকার, স্পন্দন ফাউন্ডেশনের কর্মকর্তা জিয়াউল হক, আই.সি.আর হাই মাদ্রাসার সহকারী শিক্ষক মহঃ মোসাররাফ হোসেন সহ এলাকার বিশিষ্ট গুণিজন ৷অনুষ্ঠানে প্রায় পঞ্চাশজন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে আসেন ৷ থ্যালাসেমিয়া আক্রান্তদের রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানা যায় ৷ আজকের সভা  থেকে বেশকিছু স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাংবাদিকবন্ধুদেরও সংবর্ধিত করা হয় ৷সভায় আমন্ত্রিত বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে রক্তদানের বিভিন্ন দিক তুলে ধরেন ৷ সকলেই একমত হন যে মানুষের পাশে থাকতে,মানব সেবা করতে স্বেচ্ছায় রক্তদান মহৎ একটি দান এ বিষয়ে কোন সন্দেহ নাই ! এক ফোঁটা রক্তের বিনিময়ে বেঁচে যেতে পারে একটি জীবন ৷ তাই সকলকে এহেন মহৎ কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয় !
সর্বশেষ কো অর্ডিনেটর আবেদা সুলতানার রক্তদানের মাধ্যমে রক্তদান শিবির সম্পন্ন হয়।

4
14673 views
  
1 shares