logo

পিএইচডি ভর্তিতে ওবিসি-এ পড়ুয়াদের বঞ্চনার প্রতিবাদে কল্যানী বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করলো এসআইও নদীয়

পিএইচডি ভর্তিতে ওবিসি-এ পড়ুয়াদের বঞ্চনার প্রতিবাদে কল্যানী বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করলো এসআইও নদীয়া জেলা ।

এসআইও নদীয়া জেলা সভাপতি সফিকুল ইসলাম মন্ডলের নেতৃত্বে এক প্রতিনিধি দল সোমবার  কল্যানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে স্মারকলিপি প্রদান করা হয়। উল্লেখ্য যে, সম্প্রতি কল্যানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য পঁচিশ  জনের তালিকা প্রকাশিত হয়েছে। এই তালিকায় জেনারেল ছাড়াও অন্যান্য পিছিয়ে পড়া গোষ্ঠীর পড়ুয়া রয়েছে, কিন্তু ওবিসি-এ  শ্রেণীভূক্ত একজন পড়ুয়াকেও তালিকাভুক্ত করা হয়নি।  এই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে সংখ্যালঘুদের জন্য বরাদ্দকৃত দশ শতাংশ  সংরক্ষণের নিয়ম অনুযায়ী পঁচিশ জনের তালিকায় তিন জন ওবিসি -এ প্রার্থী সুযোগ পাওয়ার কথা, কিন্তু পর্যাপ্ত প্রার্থী থাকা সত্ত্বেও সেই নিয়ম মানা হয়নি। এই অন্যায়ের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে এসআইও'র পক্ষ থেকে মানব বন্ধন করা হয়। স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সফিকুল ইসলাম মন্ডল, জেলা সম্পাদক ও কল্যানী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র  জসিমউদদীন সেখ, এসআইও সদস্য এবং কল্যানী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র  আমিরচাঁদ খান, সদস্য সাহিন মন্ডল প্রমুখ।


6
14672 views
  
1 shares